শিক্ষা

মধ্যবিত্তের বাজার দর

  তন্বী ভট্টাচার্য্য ২৬ মার্চ ২০২৩ , ৪:৩৪:১৫ প্রিন্ট সংস্করণ

“মধ্যবিত্তের বাজার দর”

চাল চিনি
কি করে কিনি
এতো এতো দাম!

ঘরে বাইরে যন্ত্রনা
চলছে বেঁচে থাকার যুদ্ধ
দুঃসহ পরিনাম।

শরীর মন পোড়া
হিমশিম খাওয়া
আমি মধ্যবিত্ত।
যা কিছু দরকারি
আজ নাগালের বাইরে।

দু বেলা ভাত নেই
পরিশ্রম ও কম নেই।

জীবনের ঘানি টেনে
যা পাই বাজারে এনে
কিছুই হয়না কেনার সামর্থ্য
হিমসিম খাওয়া আমি মধ্যবিত্ত।

আয় বাড়ে না
শুধুই বাড়ে ব্যায়
রাস্তায় নেমে আমি অসহায়।

বাজার দরে আমি মূল্যহীন
হিমশিম খাওয়া আমি মধ্যবিত্ত।।
“তন্বী ভট্টাচার্য্য”