সারাদেশ

সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় পিতা- ছেলে নিহত

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৪ , ৩:০৩:৩৬ প্রিন্ট সংস্করণ

 

সাতক্ষীরা প্রতিনিধি

 

সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলাধীন কদমতলা বৈকারী সড়কের আগরদাড়ি মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামের মো. হাফিজুর রহমান বুলু (৬৫) ও তার ছেলে মো. আব্দুল আজিজ (২৫)।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, হাফিজুর রহমান বুলু ও তার ছেলে আব্দুল আজিজ মোটরসাইকেলযোগে ঢাকা থেকে সাতক্ষীরার বৈকারী গ্রামের নিজের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলাধীন কদমতলা-বৈকারী সড়কের আগরদাড়ী মাদ্রাসার সামনে পৌঁছালে একটি দ্রুতগতির ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক ও আরোহী পিতা-পুত্র ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চত করে বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

 

আরও খবর: সারাদেশ