জাতীয়

ঝড় ও বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৭

  নীলাকাশ টুডে ৬ মে ২০২৪ , ৯:১৬:৩৪ প্রিন্ট সংস্করণ

 

 

সারা দেশে কালবৈশাখীর আশঙ্কায় তিন দিনের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, ঝড় হতে পারে, সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। রোববার এ সতর্কবার্তা জারি করে আবহাওয়া অধিদপ্তর। এর আগে শনিবার রাত এবং রোববারও কোথাও কোথাও ঝড়-বৃষ্টি ও বজ পাত হয়েছে। ঝড়ে কিশোরগঞ্জের করিমগঞ্জে ঘরের ওপর গাছচাপায় ৫ বছরের শিশু সন্তানসহ অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এছাড়া বজ পাতে খাগড়াছড়ি, রাঙামাটির কাউখালী ও জামালপুরের ইসলামপুরে মা-ছেলে ও এক শিক্ষার্থীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।

আবহাওয়া অফিস জানিয়েছে, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 

আরও খবর: জাতীয়