নিরুপায়


MD Nuruzzaman প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৩, ১২:৫৪ অপরাহ্ন /
নিরুপায়

লেখক, “তন্বী ভট্টাচার্য্য”

হায় বেনীমাধব!
এ জন্মে তুমি কৃতদাসই থেকে গেলে,
পরের জন্ম তো বড্ড অজানা…

জানো তো বেনীমাধব_
আজকাল আর কবিতা,আসে না _
একটু আলো যদিও খেলে, তাও আবার অন্ধকারে ডুবে যায়!

লাল পিঁপড়ের দলেরা কবিতার অক্ষরগুলো কুরে কুরে খেয়ে ফেলেছে।
আর কালো পিঁপড়ে গুলো জমিয়ে রাখছে।
হঠাৎ এক বৃষ্টিস্নাত সন্ধ্যা এসে লন্ডভন্ড করে দেবে পিঁপড়েদের বসত বাড়ি।

কবি নিরুপায়,
মুখে হাসি আর বাস্তবতার সাথে বাস্তব মিলিয়ে জীবন কাটাই।

বেনীমাধব
তুমি পারলে আমিও পারবো…

হায়রে বেনীমাধব!!
এ জন্মে তুমি কৃতদাসই থেকে গেলে,
পরের জন্ম তো বড্ড অজানা…