• সারাদেশ

    শ্যামনগরে রিডা প্রাইভেট হাসপাতালের সর্বশেষ যে পরিস্থিতি জানা গেলো সরেজমিনে

      প্রতিনিধি ২৮ মার্চ ২০২৪ , ৯:০৬:০১ প্রিন্ট সংস্করণ

     

    নিজস্ব প্রতিবেদক

    রিডা প্রাইভেট হাসপাতাল, একটি বেসরকারি হাসপাতাল হিসেবে বেশ সুনাম অর্জন করেছে সাতক্ষীরা জেলার উপকূলীয় উপজেলার শ্যামনগরে। চিকিৎসা সেবায় সাড়াজাগানো বেসরকারি এই হাসপাতালে পরিবেশের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিত চোখে পড়ার মত। সরেজমিনে গিয়ে দেখা যায়, বেসরকারি হাসপাতাল হলেও স্বল্প খরচে সর্বসাধারণের চিকিৎসা দিয়ে থাকে এখানের কতৃপক্ষ। আধুনিক মানের ল্যাবসহ চিকিৎসা খাতের প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে এখানে। প্রসূতি রোগীদের সিজারের পাশাপাশি প্রয়োজনে নরমল ডেলিভারির সুযোগ রয়েছে। বেসরকারি এই হাসপাতালে আধুনিক মানের রোগ নির্ণয়ের মেশিন রয়েছে। জানা গেছে, রিডা প্রাইভেট হাসপাতালের ফাউন্ডার ও সিইও মোঃ আব্দুল্যাহ আল মামুনের নেতৃত্বে একঝাঁক চৌকস বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে রোগীদের চিকিৎসা করা হয়ে থাকে। সাতক্ষীরা খুলনার আদলে চিকিৎসার মান কোন অংশে কম নেই বলে এখানে ভর্তি হওয়া রোগীদের বক্তব্য। এই বিষয়ে রিডা প্রাইভেট হাসপাতালের ফাউন্ডার ও সিইও মোঃ আব্দুল্যাহ আল মামুন বলেছেন, স্বাস্থ্য সেবায় আমাদের মূল লক্ষ্য। সব সময়ে রোগীদের গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হয়। এখানে বিশেষজ্ঞ ডাক্তারগণ ছাড়াও সিনিয়র নার্স দিয়ে ২৪ ঘন্টা সার্ভিস দেওয়া হয়।

    আরও খবর

    Sponsered content