সারাদেশ

অজ্ঞাতই রয়ে গেল লাশ, জানা গেল কীভাবে হত্যা করা হয়

  প্রতিনিধি ৭ জুলাই ২০২২ , ৬:৪০:০৩ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া বিকৃত পুরুষের লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে কীভাবে হত্যা করা হয়েছে তা জানা গেছে।

লাশ উদ্ধারের দুই মাস পর ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেয়ে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, ২৭ মে দুপুর সাড়ে ১২টায় ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে কোস্টগার্ডের সহযোগিতায় পাগলা নৌপুলিশ এক যুবকের পচা বিকৃত লাশ উদ্ধার করে। এ সময় লাশটি বিকৃত হওয়ায় আঘাতের কোনো চিহ্ন বোঝা যায়নি। ২ মাস পর লাশটির ময়নাতদন্ত রিপোর্ট আসে। এতে বলা হয়- ওই যুবককে মারধর করে ও বিদ্যুতের শক দিয়ে হত্যার পর লাশটি নদীতে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় নৌ পুলিশের এএসআই তোতা মিয়া বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি মোহাম্মদ রিজাউল হক।

আরও খবর: সারাদেশ