ওপার বাংলা

নিয়ন্ত্রণ হারিয়ে ধর্মীয় শোভা যাত্রায় ট্রাক, নিহত ১২

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২২ , ৬:৩৮:২২ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ ভারতের বিহারে ধর্মীয় শোভাযাত্রায় দ্রুতগামী ট্রাক চাপা দেওয়ায় নারী ও শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হন আরও কয়েকজন। রবিবার (২০ নভেম্বর) বৈশালী জেলায় এ ঘটনায় ঘটেছে।

কর্মকর্তারা জানান, রাত ৯টার দিকে ধর্মীয় শোভাযাত্রাটি স্থানীয় ‘ভূমি বাবা’ দেবতার কাছে প্রার্থনার জন্য আয়োজন করা হয়। এসময় তারা একটি গাছের সামনে থামলে ট্রাক এসে চাপা দেয়।

দুর্ঘটনায় টুইটারে শোক জানিয়ে নিহতের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের দেওয়া হবে ৫০ হাজার রুপি। এ ঘটনায় মোদির পাশাপাশি শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

বৈশালীর পুলিশ সুপার মনীশ কুমার জানান, বিয়ে সম্পর্কিত প্রথার অংশ হিসেবে শোভাযাত্রাটি বের হয়। পাশের মাহনার-হাজিপুর মহাসড়ক দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি ঘটে। বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। সূত্র: এনডিটিভি

আরও খবর

Sponsered content