• আন্তর্জাতিক

    ২৭ ঘণ্টা ধরে টানা জিজ্ঞাসাবাদ শেষে ভারতের মন্ত্রী গ্রেফতার

      প্রতিনিধি ২৩ জুলাই ২০২২ , ৮:০৫:৩০ প্রিন্ট সংস্করণ

     

    নীলাকাশ টুডেঃ বান্ধবীর বাসা থেকে নগদ ২১ কোটি রুপি ও ৫০ লাখ রুপির স্বর্ণ উদ্ধারের পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে পার্থের নাকতলার বাড়িতে টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে তাকে গ্রেফতার করে ইডির একটি দল। খবর আনন্দবাজার পত্রিকার।

    সারা দিন তো বটেই, রাতভর মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। শনিবার সকাল ১০টা নাগাদ তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সাতসকালে নাকতলায় সাবেক শিক্ষামন্ত্রী (বর্তমানে শিল্পমন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়ের দরজায় হাজির হয় ইডির কর্মকর্তারা। সকালে ঘুম থেকে তুলে দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। সারা রাত ইডির কর্মকর্তারা মন্ত্রীর বাড়িতে ছিলেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় মন্ত্রীর বাড়ি। টানা জিজ্ঞাসাবাদের মাঝে অসুস্থ হয়ে পড়েন পার্থ। দু’বার তার বাড়িতে আসেন চিকিৎসকেরা। কিন্তু তাতেও প্রশ্ন-পর্ব থামেনি। একই সঙ্গে ইডির দাবি, দক্ষিণ কলকাতায় পার্থের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ২১ কোটি রুপি নগদ পাওয়া গেছে। দুবস্তায় ভরা ছিল ২০০০ এবং ৫০০ রুপির নোটের বান্ডিল। ওই বাড়ি থেকে ২০টি মোবাইল ফোনও পাওয়া গিয়েছে বলে ইডির দাবি। উদ্ধার করা অর্থ যন্ত্রের সাহায্যে শনিবার সকাল পর্যন্ত গোনার কাজ চলেছে। ইডি জানায়, ওই টাকা স্কুলে বেআইনি ভাবে নিয়োগে নেওয়া ঘুষের অংশ বলেই প্রাথমিক ভাবে মনে করছে তারা।

    আরও খবর

    Sponsered content