আন্তর্জাতিক

যে কারণে চীনের কড়া সমালোচনা করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

  প্রতিনিধি ২৭ মে ২০২২ , ৯:৪৬:৪১ প্রিন্ট সংস্করণ

নীলাকাশ টুডেঃ ‘চীনের প্রতি বাইডেন প্রশাসনের নীতি’ এ বিষয়ের ওপর জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন।

তিনি তার বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং ও চীনের কড়া সমালোচনা করেছেন। তার দাবি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ নিয়েছে চীন।

অ্যান্থনি ব্লিনকেন বলেন, এমনকি যখন রাশিয়া ইউক্রেনে হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, প্রেসিডেন্ট শি জিংপিং এবং প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দেন যে তাদের দুই দেশের বন্ধুত্ব ‘সীমাহীন’।

পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন অবশ্য জোর দিয়ে জানিয়েছেন, চীনের বিরুদ্ধে নতুন কোনো স্নায়ু যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানের স্বাধীনতাকেও সমর্থন করে না।

কিন্তু তিনি বলেন, ইউক্রেনের সার্বভৌমতা মুছে ফেলতে এবং ইউরোপে আধিপত্য বিস্তার করতে বেইজিং (চীন) পুতিনের যুদ্ধকে যেভাবে সমর্থন করেছে তাতে ‘সতর্কতা সংকেত বাজানো’ উচিত, যারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে নিজেদের ঠিকানা বলে।

তিনি আরও বলেন, এটি একটি অন্যরকম মূহুর্ত।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরও খবর: আন্তর্জাতিক