• রাজনীতি

    বিদ্যুতের ঘাটতি নেই তা হলে লোডশেডিং কেন: কাদেরকে ফখরুল

      প্রতিনিধি ৩০ জুলাই ২০২২ , ৮:৪৬:৪৪ প্রিন্ট সংস্করণ

     

    নীলাকাশ টুডেঃ ‘দেশে বিদ্যুতের ঘাটতি নেই’— আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন দাবির সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গতকাল ওবায়দুল কাদের বলেছেন— বিদ্যুৎ ও জ্বালানির কোনো ঘাটতি নেই। ঘাটতি নেই তা হলে লোডশেডিং কেন?

    শুক্রবার লোডশেডিং ও জ্বালানি খাতে সরকারের অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির মহাসচিব এসব কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, এই সরকার অনর্গল মিথ্যা কথা বলে। কিন্তু তারা ভেতরে ভেতরে শূন্য হয়ে গেছে। এই সরকার পরিকল্পিতভাবে অর্থনীতিকে ক্রমান্বয়ের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

    তিনি বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বন্দি করে রেখেছে সরকার। তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রেখেছে।

    সংসদ বিলুপ্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সংসদকে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

    সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আমানউল্লাহ আমান সভাপতিত্ব করেন। সঞ্চালনা করে উত্তরের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।