জাতীয়

আবারও উপজেলা নির্বাচন করতে চান তারা

  প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৪ , ৪:০৩:২৭ প্রিন্ট সংস্করণ

নীলাকাশ টুডে

 

জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছিলেন স্থানীয় অনেক জনপ্রতিনিধি। তাদের কেউ নির্বাচনে অংশও নিয়েছেন। আবার নানা কারণে নির্বাচনে অংশ নিতে পারেননি কেউ কেউ। এর মধ্যে কয়েকজন এমপি নির্বাচিতও হয়েছেন। বাকিদের অনেকেই এমপি হতে না পেরে আবার উপজেলায় ফিরতে চান। সেজন্য আগামী উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে এরই মধ্যে মাঠে নেমেছেন তারা। অনেকে রয়েছেন সিদ্ধান্তহীনতায়। নিজে প্রার্থী না হয়ে পরিবারের কোনো সদস্যকে প্রার্থী করার চিন্তা রয়েছে কারও কারও মধ্যে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিএনপি জোটসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর বর্জনের মধ্যে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়ার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্যও মাঠ উন্মুক্ত করে দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রার্থীদের অংশগ্রহণ ও ভোটার উপস্থিতি বাড়ানোর এ কৌশলে ‘বিদ্রোহী’দের ছাড় দেয় ক্ষমতাসীন দলটি। সরকারের এমন অবস্থানে সারা দেশে স্বতন্ত্র প্রার্থীদের হিড়িক পড়ে। পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন অর্ধশতাধিক উপজেলা চেয়ারম্যান।

 

আরও খবর: জাতীয়