• খেলা

    বাংলাদেশের মেয়েদের ৮ গোল

      প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৩ , ১১:৪৩:৪৯ প্রিন্ট সংস্করণ

    নীলাকাশ টুডে

    র‌্যাঙ্কিংয়ে সাবিনাদের থেকে বেশ এগিয়ে সিঙ্গাপুরের নারীরা তবে এতো এগিয়ে থেকেও বাংলাদেশের কাছে পাত্তাই পেল না তারা। প্রথম ম্যাচে ৩-০ গোলের জয় এরপরের ম্যাচে আরও ভয়ংকর চেহারায় বাংলাদেশের নারীরা। সিঙ্গাপুরের জালে এবার গুনে গুনে ৮ বার বল পাঠালেন সাবিনা-তহুরারা।

    সোমবার (৪ ডিসেম্বর) কমলাপুরে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এতে করে সফরকারীদের সাথে দুই ম্যাচের সিরিজ জিতলো ২-০ ব্যবধানে। ২০২৩ সালের নিজেদের শেষ ম্যাচ বাংলাদেশ নারী দল জিতেই বছরের ইতি টানল।

    কমলাপুর স্টেডিয়ামে প্রথমার্ধে সিঙ্গাপুরকে তিন গোল দেয় বাংলাদেশ। আর দ্বিতীয়ার্ধে আরও পাঁচ গোল হজম করে বাংলাদেশের নারী দল থেকে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলটি। দ্বিতীয় হাফে গোল করেন সানজিদা আক্তার, ঋতুপর্ণা চাকমা, সাবিনা খাতুন, সুমায়া মাতসুশিমা ও শামসুর নাহার। প্রথমার্ধেও একটি গোল দিয়েছিলেন ঋতুপর্ণা চাকমা। তহুরা খাতুন প্রথম হাফে দুই গোল দিয়েছিলেন। দ্বিতীয় হাফে একটি গোল অফসাইড হওয়ায় তা বাতিল হয়ে যায়।

    আরও খবর

    Sponsered content