খেলা

টস হেরে শুরু সোহানের, ফিল্ডিংয়ে বাংলাদেশ

  প্রতিনিধি ৩০ জুলাই ২০২২ , ১১:৩১:৩৯ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ জিম্বাবুয়েতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে। শনিবার (৩০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হয়েছে ম্যাচ।

বাংলাদেশের অধিনায়ক হিসেবে অভিষেকে প্রথম টসের ফল পক্ষে আসেনি নুরুল হাসান সোহানের। তবে তাতে খুব একটা হতাশ হওয়ার কথা নয় তার। কারণ, সবশেষ জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ যে দুটি ম্যাচে জয় পেয়েছিল, তার দুটিই এসেছিল রান তাড়ায়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে মোটেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই জিম্বাবুয়ে সফর করছে বাংলাদেশ। নেতৃত্ব থেকে দলের প্রতিটি পজেশনে তারুণ্যের আবাহনে টি-টোয়েন্টিতে নতুন সকালের স্বপ্ন দেখছে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে আজকের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে সেই নতুন দিনের পথচলা।

 

তামিম ইকবাল টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, সাকিব আল হাসান আছেন ছুটিতে। টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ এবং অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে বিশ্রামে পাঠিয়েছে বিসিবি। প্রথম ম্যাচে তাই একাদশে তরুণ মুনিম-নাসুমদের রেখেই টি-টোয়েন্টিতে ফর্মে ফেরার আশায় রয়েছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম

জিম্বাবুয়ে একাদশ

রেজি চাকাভা, ক্রেইগ এরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ওয়েলিংটন মসাকাদজা, রিচার্ড এনগারাভা, তানাকা চিভাঙ্গা