আন্তর্জাতিক

বিরোধী বিক্ষোভে নিহত বেড়ে ৪০

  রয়টার্স ১ সেপ্টেম্বর ২০২৩ , ৭:৫০:১৯ প্রিন্ট সংস্করণ

আফ্রিকার দেশ কঙ্গোতে শান্তি মিশনবিরোধী বিক্ষোভে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫৬ জন। দেশটির সরকারের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩০ আগস্ট) কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমায় শান্তি মিশনবিরোধী বিক্ষোভে সেনাবাহিনী অভিযান চালালে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা প্রথমে এক পুলিশ সদস্যের ওপর হামলা করে। এ সময়ে সৈন্যরা জাতিসংঘের বিরুদ্ধে এ প্রতিবাদকে ছত্রভঙ্গ করে দেয়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

কঙ্গোতে জাতিসংঘের শান্তি মিশন মনুস্কো নামে পরিচিত। এ মিশনের ‍বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতা থেকে সামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার কারণে বুধবার শহরে বিক্ষোভ করেন নাগরিকেরা। রয়টার্স বলছে, ২০২২ সাল থেকে জাতিসংঘের মনুস্কো মিশন দেশটির নাগরিকদের প্রতিবাদের সম্মুখীন হয়েছে।

প্রতিবাদ-বিক্ষোভের আয়োজকরা অবশ্য এই বিক্ষোভ শান্তিপূর্ণভাবে করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে, বেসামরিক পোশাকে বিক্ষোভে অংশ নেওয়া নারী ও পুরুষরা লাঠি ও পাথর দিয়ে একজন পুলিশকে মাটিতে ফেলে মারধর করছেন।

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে এক পুলিশ নিহত হয়েছেন। এ সময়ে সেনাবাহিনীর প্রতিরোধে ছয় বিক্ষোভকারী নিহত হন। তবে বৃহস্পতিবারের এক বিবৃতিতে সরকার জানিয়েছে, বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এ সময়ে ১৫৮ জনকে আটক করা হয়েছে। এ ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখো গেছে, সেনারা আহতদের একের পর এক মরদেহ বের করে ট্রাকে ‍তুলছেন। যদিও এসবের কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

আরও খবর: আন্তর্জাতিক