জাতীয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২২ , ১২:১৮:৫০ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা দেশে এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬৭। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য দিয়েছে।

কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ৭৮৮ জন নতুন রোগী চিকিৎসার জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৩৭৪ জন। বাকি ৪১৪ জন ভর্তি হয়েছেন দেশের বিভিন্ন জেলার হাসপাতালগুলোয়।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার রোগীর সংখ্যা ৪২ হাজার ১৯৯। এর মধ্যে ৬৭ শতাংশ রোগী রাজধানী ঢাকার। বাকি ৩৩ শতাংশ রোগী ভর্তি হয়েছেন অন্যান্য জেলায়।

সম্প্রতি এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছিলেন, অধিকাংশ রোগীর মৃত্যু হচ্ছে হাসপাতালে ভর্তি হওয়ার প্রথম তিন দিনের মধ্যে। এর কারণ, রোগীরা পরিস্থিতি বেশ খারাপ হওয়ার পর হাসপাতালে ভর্তি হচ্ছেন।

এ বছর ঢাকা শহরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০১ জন। বাকি ৬৬ জনের মৃত্যু হয়েছে বিভিন্ন জেলায়। ঢাকার বাইরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কক্সবাজার জেলায়। এ বছরে দেশের উপকূলের এ জেলায় ২৩ জনের মৃত্যু হয়েছে।

দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

আরও খবর: জাতীয়