রাজনীতি

উল্টো ‘বিপদে’ বিএনপি!

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২৩ , ২:২৩:২১ প্রিন্ট সংস্করণ

নীলাকাশ টুডে

দেশজুড়ে বিএনপি নেতাকর্মীর নামে দেওয়া হচ্ছে একের পর এক মামলা; গ্রেপ্তারে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান। দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতাদের কারাবন্দি করা হচ্ছে। নেতাদের বাসায় বাসায় চলছে পুলিশি হানা। গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। কেন্দ্রীয় ও গুলশান কার্যালয়ে ঝুলছে তালা।

পুলিশি পাহারায় থাকা কার্যালয় দুটিতে যাচ্ছে না নেতাকর্মী। সব মিলিয়ে সরকার পতনের এক দফা চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে বিএনপি।
একই সঙ্গে চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি কঠোর হাতে বিরোধী দলের আন্দোলন মোকাবিলার হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন তিনি। মহাসমাবেশ ও হরতালের পর টানা তিন দিন সারাদেশে অবরোধ কর্মসূচি দিয়ে সরকারকে ‘চাপে’ ফেলতে গিয়ে উল্টো এখন নিজেরা ‘বিপদে’ পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির সামনে এখন আর কোনো পথ খোলা নেই। ‘ডু অর ডাই’ অবস্থানে রয়েছে তারা। চলমান চূড়ান্ত আন্দোলন অব্যাহত রাখবে। আরও কঠোর আন্দোলনের কর্মসূচির ছক কষছে দলটি। টানা তিন দিনের অবরোধ শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আবার নতুন কর্মসূচি নিয়ে আসছে বিএনপিসহ সমমনা বিরোধী ৩৭ দল। শুক্র ও শনিবার বিরতি দিয়ে রোববার থেকে দেশজুড়ে আবার টানা রাজপথ-রেলপথ-নৌপথে অবরোধের পাশাপাশি হরতাল কর্মসূচিও দিতে পারে তারা।

জানা গেছে, রোববার থেকে বৃহস্পতিবার টানা কর্মসূচি দেবে, নাকি সাধারণ মানুষের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে মাঝে একদিন বিরতি দেবে– তা নিয়ে আলোচনা চলছে। আজ বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির কারাগারের বাইরে থাকা সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এর আগে  গণতন্ত্র মঞ্চসহ সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে তাদের মত নেওয়া হবে।

এ ব্যাপারে বিএনপির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, কর্তৃত্ববাদী সরকার চরম স্বৈরশাসকের অবস্থানে চলে গেছে। ১৯৭২ সালের মতো আবারও একদলীয় শাসনের দিকে তারা। পৃথিবীর ভয়াবহ স্বৈরশাসকরা যে পথে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করেছে; সে পথেই হাঁটছে সরকার। তবে আমরা গণতান্ত্রিক আদর্শের লড়াই থেকে পিছপা হবো না। এ আন্দোলন থামবে না। আরও মামলা হবে, খুন করবে, গ্রেপ্তার করবে। তবে স্বৈরশাসকের বিরুদ্ধে চলমান কঠোর আন্দোলন আরও কঠোর হবে। এবার সরকারকে পদত্যাগে বাধ্য করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও খবর: রাজনীতি