• খেলা

    পাকিস্তানকে হারাল বাংলাদেশ

      প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৩ , ৪:৩২:০৯ প্রিন্ট সংস্করণ

    নীলাকাশ টুডে
    দেশের মাটিতে প্রথমবার পাকিস্তান নারী ক্রিকেট দলকে টি-টোয়েন্টিতে হারানোর স্বাদ পেল বাংলাদেশ। নাহিদা আক্তারের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অপরাজিত ২৬ রানে ভর করে পাক নারীদের ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

    বুধবার (২৫ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাহিদার স্পিন জাদুতে পাকিস্তানকে মাত্র ৮২ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অপরাজিত ২৬ রানে ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে টিম টাইগ্রেসরা।

    পাকিস্তানের দেওয়া ৮৩ রানের লক্ষ্যে ধীরগতিতে শুরু করে বাংলাদেশ। দলীয় ১২ রানে সাজঘরে ফিরে যান শামিমা সুলতানা। ১০ ওভারের মাথায় দলীয় ৩৩ রানে আউট হন সোবহানা মোস্তারি। ব্যক্তিগত ১৬ রানে ফিরে যান টাইগ্রেস ওপেনার। অধিনায়ক জ্যোতি ব্যাটিংয়ে নামলে রানের গতি বাড়ে। মুরশিদাকে সঙ্গে নিয়ে ২৪ রানের জুটি গড়েন বাংলাদেশ অধিনায়ক। ৩৯ বলে ২টি চারের সাহায্যে ২২ রান করে ফেরেন মুরশিদা। ১৯তম ওভারে সুলতানা খাতুন রান আউট হলে হারের শঙ্কা জাগে বাংলাদেশ শিবিরে। তবে সব ভয় দূর করে ৩ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন অধিনায়ক জ্যোতি।