সম্পাদকীয়

তেলা মাথায় তেল দেওয়া বনাম জনপ্রতিনিধির আচরণের কিছু পরিবর্তন!

  প্রতিনিধি ১১ জুলাই ২০২২ , ২:১৫:৪২ প্রিন্ট সংস্করণ

 

মোঃ নুরুজ্জামান, সম্পাদকীয় কলামঃ আর্থিক সংকট কম বেশি সব মানুষের থাকে। আর এটা থাকবে কেয়ামত পর্যন্ত। ধনী গরীব হবে যাবে, আবার গরীব ধনি হয়ে যাবে এটা আল্লাহ পৃথিবীতে মানব সৃষ্টির পর থেকে এমনই দেখা যাচ্ছে। ধনীদের প্রতি আল্লাহর বিধান অনুযায়ী গরীবের হক রয়েছে। আর এটা পূর্ণ করতে যাকাতের মাধ্যমে ফরজ করছে মহান রাব্বুল আলামিন। যাকাত গরীবের হক। তবে মহান আল্লাহ একথা বলেন নি যে তোমরা ২শত টাকার ত্রাণ দিয়ে দুইশো পত্রিকায়, টিভি ও ফেসবুকে তাদের ছবি সহ জনসম্মুখে প্রকাশ করো। গরীবদের আত্মসম্মানের উপর আঘাত হানো। তারা গরীব বলে কি তাদের আত্মসম্মান নেই? কেউ কেউ আবার যুক্তি তুলে ধরছে এভাবে প্রচারের মাধ্যমে মানুষকে উৎসাহ করা। ইসলাম বলছে যখন ডান হাতে দান করবেন তখন বাম হাত যেনো বুঝতে না পারে। যাই হোক আমাদের শিরোনাম ছিলো তেলা মাথায় তেল দেয় যারা? আপনারা ভাবতেই পারেন সবার জানা বিষয় নতুন করে কি জানবো! প্রথমত আমরা জনপ্রতিনিধিদের বিষয়ে কথা বলবো। জনপ্রতিনিধি হয়েছেন যারা জনগণের সেবা করবেন তারা। তবে একজন জনপ্রতিনিধির আচার-আচরণের কিছু পরিবর্তন দেখলাম আপনি আমি তাদের জন্য যা করি না কেনো তারা সেটা মনে রাখে না! তবে কিছু সংবাদকর্মীরা নেতা বা জনপ্রতিনিধিদের তেল দিতে দিতে তৈলাক্ত করতে দেখা যায়। এরমধ্যে ১০০ জন তেল দেওয়া সাংবাদিকদের মধ্যে ওইসব নেতা বা জনপ্রতিনিধিরা ২ জন সাংবাদিককে মূল্যয়ন করেন। যে দু’জন সাংবাদিককে মূল্যায়ন করেন তারা আর্থিক ভাবে সচ্ছল থাকার পরও তাদেরকে পক্ষে রাখতে রাজি খুশি করতে মাঝে মধ্যে মোটা অংকের টাকা দিয়ে থাকেন। এতে আমার ব্যক্তিগত ভাবে দুঃখ পাওয়ার কিছু নেই। আমি মন থেকে খুশি। তবে আরও যারা পক্ষে লেখালেখি করেন তাদেরও মাঝে মধ্যে মূল্যায়ন করলে অসুবিধা কোথায়? মনে হয় খুব বেশি অসুবিধা হয় না।

নাম প্রকাশ না করার শর্তে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালের একজন সম্পাদক গিয়ে ছেলেন উচ্চ পযার্য়ের একজন জনপ্রতিনিধির কাছে তার অনলাইন নিউজ পোর্টালে একটি ঈদের শুভেচ্ছা বিজ্ঞাপন নিবে বলে। ওই নিউজ পোর্টালের সম্পাদকের বক্তব্য হচ্ছে আমরা জনপ্রতিনিধিদের পক্ষে বছরে কম পক্ষে ৫০টি নিউজ প্রকাশ করে থাকি বিনিময়ে তাদের কাছ থেকে লেখা খরচও নেওয়া হয় না৷ সম্পাদকের সাময়িক ভাবে আর্থিক সংকট থাকায় মাত্র একজন উচ্চ পযার্য়ের জনপ্রতিনিধির কাছে গিয়ে যখন বিজ্ঞাপন না পেয়ে ফেরত আসলো তখনই ওই সম্পাদক ক্ষোভ প্রকাশ করে বললেন, তেলা মাথায় তেল দেয় সবাই শুকনা মাথায় কেউ তেল দিতে চায় না। নাম প্রকাশ না করার শর্তে ওই সম্পাদক গল্পের ছলে আরও বললেন, সিদ্ধান্ত নিয়েছি ব্যক্তিস্বার্থ কোন নিউজ প্রকাশ করব না। অপেক্ষায় আছি সুদিনের, অপেক্ষার সেদিন বেশি দূরে নয়, যে দিন উক্ত অনলাইন নিউজ পোর্টালের অফিসে লাইন ধরবে তাদের পক্ষে নিউজ করিয়ে নেওয়ার জন্য! হইতো সেদিন আর টাকার খুব বেশি প্রয়োজন হবে না! বললেন ওই অনলাইন নিউজ পোর্টালের সেই সম্পাদক। লেখক – কলামিস্ট ও সম্পাদক, নীলাকাশ টুডে,

দয়া করে লেখাটি কেউ কপি করে নিজের নামে দিবেন না

আরও খবর

Sponsered content