রাজনীতি

৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা জিয়া’র

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২২ , ২:৩৯:১৮ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খ জিয়া উদ্দিন বলেছেন, দেশের রাজনৈতিক অঙ্গন আজ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বিরোধী দল ও মতকে দমনপীড়নের মাধ্যমে রাজনীতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে আগামী নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ৩০০ আসনে প্রার্থী দেবে।

সিলেটের রেজিস্ট্রি মাঠে শনিবার বিকালে মহানগর ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর ছাত্র জমিয়তের আহ্বায়ক লুৎফুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশাহিদ খালপারী, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী।

আরও খবর

Sponsered content