অর্থনীতি

সাতক্ষীরায় সুদের টাকা দিতে না পারায় ধরে নিয়ে গেছে গরু!

  প্রতিনিধি ২৩ জুলাই ২০২২ , ১২:২৯:৫১ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ অভিযোগের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের তালবাড়িয়া ( ডিবেরমোড়ের) এলাকার বাসিন্দা মোছাঃ হালিমা খাতুন স্বামী মোঃ আঃ জব্বার তার পারিবারিক বিশেষ কারণে একই ইউনিয়নের আলিপুর পশ্চিম পাড়া গ্রামের আতব আলির ছেলে আহম্মদ আলির নিকট থেকে আনুমানিক তিন বছর আগে এক লক্ষ টাকা গ্রহণ করে যাহা তিন টা স্ট্যাম্পে লিখিত পড়িত হয়।

টাকা নেওয়ার সময় মৌলিক ভাবে কথা হয় যে উক্ত টাকার কিছু লভ্যাংশ আহম্মদ আলিকে দিতে হবে। কথা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হলে হালিমা মুল টাকা সহ লভ্যাংশ আহম্মদ আলিকে পরিশোধ করে। টাকা পরিশোধের পর হালিমা তার কাছে স্ট্যাম্প তিনটি ফেরত চাইলে সে আরো টাকা দাবি করে। তার দাবি কৃত টাকা না পেয়ে সে হালিমার উপর রাঙ্গানিত হয়ে গত ২১ জুলাই ২০২২ তারিখ অনুমান সন্ধ্যা ৬ ঘটিকার সময় তার বাড়ির পাশে
মাঠে বেঁধে রাখা লাল রঙের একটা এড়ে বাচুর ও একটা লাল রঙের গাভি গরু যার মুল্য অনুমান এক লক্ষ বিশ হাজার টাকা জোর করে নিয়ে যায়। যাহার একাধিক স্বাক্ষী আছে। এমন নেক্কার জনক কাজের ধিক্কার জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকার সচেতন মহল।

আরও খবর: অর্থনীতি