রাজনীতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিএনপির বিক্ষোভ

  প্রতিনিধি ৭ আগস্ট ২০২২ , ৩:২৪:০৩ প্রিন্ট সংস্করণ

 

খুলনা অফিসঃ জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ করেছে বিএনপি। মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে শনিবার বিকাল ৫টায় এ কর্মকসূচি পালিত হয়।

বিক্ষোভ শেষে এক পথসভায় খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি সংকট, সীমাহীন লুটপাট ও অর্থপাচারের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ হচ্ছে। আর অবৈধ দখলদার সরকার ক্ষমতায় থাকতে শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলিবর্ষণ করে বিএনপি নেতাকর্মীদের হত্যা করছে।

‘যারা গণতন্ত্র হত্যা করেছে আমরা তাদের ছাড়ব না। সারা দেশে বিক্ষোভের আগুন জ্বলছে, সেই আগুনে তাবেদার লুটেরা সরকার জ্বলেপুড়ে ছারখার হয়ে যাবে।’

মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু প্রমুখ।

আরও খবর: রাজনীতি