সারাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পথচারীদের মাঝে পানি ও জুস বিতরণ

  আইনুল হক পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ৪ মে ২০২৪ , ৫:৩৫:৩২ প্রিন্ট সংস্করণ

 

ঠাকুরগাঁওয়ে তীব্র তাপদাহের মধ্যে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, ঠান্ডা কোমল পানীয়, জুস ও খাবার স্যালাইন বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “তরুণ ঐক্য ব্লাড ডোনার ও স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন”।

শনিবার ৪ মে দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলায় বিভিন্ন জায়গায় রাস্তায় চলমান পথচারী, গাড়িচালক ও যাত্রীদের মাঝে এসব বিতরণ করা হয়।

সাইফুল ইসলাম নামে এক অটো চালক জানান, তীব্র গরমের মাঝে পথচারীদের মাঝে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ছেলেরা ঠান্ডা পানি সহ বিভিন্ন জিনিস দিয়ে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরেক পথচারী জানান, গরমে শরীর ঘেমে গেছে। একটু প্রশান্তির খোঁজে ছুটছিলাম হঠাৎ তরুণ ঐক্য ব্লাড ডোনার ও স্বেচ্ছাসেবী সংগঠনের ছেলেরা হাতে কিছু ঠান্ডা পানি নিয়ে এসে বিতরণ করে যা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ আমি তাদের সংগঠন সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এ বিষয়ে তরুণ ঐক্য ব্লাড ডোনার ও স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সদস্যরা জানান, তীব্র তাপদাহে জনজীবন যেখানে অতিষ্ঠ ঠিক সেই সময় আমরা গাড়ি চালক সহ পথচারীদের মাঝে সামান্য সহযোগিতার হাত বাড়িয়েছি। আমাদের স্বেচ্ছাসেবীরা রাস্তায় এবং অন্যান্য জনবহুল স্থানে উপস্থিত থেকে সবাইকে কোমল পানীয়, ফলের জুস ও ঠান্ডা পানি দিচ্ছি। যাতে এই গরমে তারা একটু শান্তি পায়। আমরা আশা করি, আমাদের এই উদ্যোগে মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।”

তারা আরো জানান, রাস্তায় চলাচলকারী পথচারীরা আমাদের এই উদ্যোগের প্রশংসা করছে এবং তরুণ ঐক্য ব্লাড ডোনার ও স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আমরা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা অব্যাহতভাবে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছি।

আরও খবর: সারাদেশ