• খেলা

    গ্যালারিতে সংঘর্ষের ঘটনায় যা বলছেন মেসি

      প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৩ , ৮:২১:০০ প্রিন্ট সংস্করণ

    নীলাকাশ টুডে

    দুই বছর আগে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটি পণ্ড হয়, ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য পর্যবেক্ষণ এজেন্সির (আনভিসা) কর্মকর্তাদের বাধায়। এবারও পণ্ড হওয়ার পথে ছিলেন দুদলের সুপার ক্ল্যাসিকোটি। তবে এবার কারণ ছিল গ্যালারির দাঙ্গা। যদিও পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি মাঠে গড়ায়। ম্যাচ শেষে আর্জেন্টিনার অধিনায়ক মেসি জানান, পরিস্থিতি আরও শান্ত করার জন্য খেলার সিদ্ধান্ত নেন তারা।

    ম্যাচ শুরুর কয়েক মিনিট আগে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তাপ ছড়ায় গ্যালারিতে। আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, জাতীয় সংগীতের সময় ব্রাজিল সমর্থকদের উদ্দেশ্যে দুয়ো দেয় আর্জেন্টিনার সমর্থকরা। এতে ক্ষিপ্ত হয়ে আর্জেন্টাইন সমর্থকদের ওপর আসন ছুড়ে মারেন ব্রাজিলের সমর্থকরা। আর তাতেই সংঘাতে জড়িয়ে পড়েন দুদলের সমর্থক। পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাটিচার্জ শুরু করে।

    এতে বেশ কয়েকজন আহত হন। পরে মাঠে গড়ানো ম্যাচে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। ৬৩ মিনিটে লো সেলসোর কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন নিকোলাস ওতামেন্দি। ম্যাচের ৭৮ মিনিটে নিষ্প্রভ মেসির পরিবর্তে দ্য মারিয়াকে মাঠে নামান আর্জেন্টিনা কোচ।

    ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনা নিয়ে মেসি বলেন, ‘আমরা দেখেছি, পুলিশ মানুষকে পেটাচ্ছে। সেখানে আমাদের পরিবারের কিছু সদস্যও ছিল। কোপা লিবার্তোদোরেসের ফাইনালেও একই ঘটনা ঘটে। তারা গেম খেলার চেয়ে এটিতে (সংঘর্ষ) বেশি মনোযোগী।’

    এ সময় মেসি আরও বলেন, ‘আমরা একটা পরিবার, পরিস্থিতি আরও শান্ত করার জন্য আমরা খেলার সিদ্ধান্ত নিয়েছি।’

    এই ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যা দেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। বিশ্বকাপ জয়ী রক্ষণভাগের এই তারকা বলেন, ‘ব্রাজিলের পুলিশ যা করছে তা দেখে লজ্জা লাগে! এটা কীভাবে সম্ভব? ব্রাজিলের সবসময় একই রকম ঘটনা ঘটে, আর কতদিন এই দৃশ্য দেখতে হবে?’

    এই জয়ের ফলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৭ পযেন্ট নিয়ে টেবিলের ছয়ে নেমে গেছে ব্রাজিল।

    এ দিকে দিনের অন্য ম্যাচে দারউইন নুনিয়েজের জোড়া গোলে বলভিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে উরুগুয়ে। প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় কলম্বিয়া। ইকুয়েডরের কাছে চিলি হেরেছে ১-০ গোলে। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উরুগুয়ে। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে ইকুয়েডর।

    আরও খবর

    Sponsered content