অর্থনীতি

আজ থেকে অভিযান বেশি দামে সয়াবিন তেল বিক্রি ঠেকাতে

  প্রতিনিধি ২০ জুলাই ২০২২ , ৩:০২:৩২ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ সরকার নির্ধারিত মূল্যে ব্যবসায়ীরা সয়াবিন তেল বিক্রি করছেন কি না- তা দেখতে অভিযানে নামবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল। বুধবার (২০ জুলাই) থেকে রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হবে।

মঙ্গলবার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, ভোক্তাদের অভিযোগ ব্যবসায়ীদের একটি বড় অংশ এখনো পুরোনো দামে বাজারে তেল বিক্রি করছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংস্থার জাতীয় বাজার মনিটরিং টাস্কফোর্সের বৈঠকে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সরকারের বাণিজ্য মন্ত্রণালয় গত ১৭ জুলাই সয়াবিন তেলের দাম লিটারপ্রতি কমায় ১৪ টাকা। আর পামওয়েল তেলের দাম কমায় ৬ টাকা। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল সোমবার থেকে ১৮৫ টাকায় বিক্রি হওয়ার কথা। এর আগে, বোতলজাত তেল লিটার প্রতি নির্ধারণ করা হয় ১৯৯ টাকা।

আর নতুন দর অনুযায়ী ৯৮০ টাকার পাঁচ লিটারের বোতলের তেল বিক্রি হওয়ার কথা ৯১০ টাকায়। এ ছাড়াও লিটারপ্রতি পাম তেল ১৫২ টাকায় বিক্রি হওয়ার কথা।

আরও খবর: অর্থনীতি