শিক্ষা

শিক্ষক হত্যা, নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শ্যামনগরে মানববন্ধন

  প্রতিনিধি ৭ জুলাই ২০২২ , ৪:২৩:২২ প্রিন্ট সংস্করণ

শ্যামনগর অফিসঃ সারাদেশে শিক্ষক হত্যা ও নির্যাতনের তিব্র নিন্দা, প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭জুলাই) সকাল ১১টায় স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে শ্যামনগর উপজেলা প্রেসকাব চত্তরে স্বাধীনতা শিক্ষক পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদের

সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,
শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও বিসি্এস স্বাধীনতা শিক্ষক পরিষদ নেতা প্রফেসর ডক্টর আব্দুর রহমান, বাকশিস সভাপতি নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, স্বাধীনতা শিক্ষক পরিষদ শ্যামনগর উপজেলার সহ-সভাপতি সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার বর্মন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেবব্রত মন্ডল প্রমুখ। অনুষ্টান উপস্থাপনা করেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সম্পাদক মামুনুর রশিদ।

আরও খবর: শিক্ষা