সারাদেশ

শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২২ , ৭:৫২:১২ প্রিন্ট সংস্করণ

 

শ্যামনগর অফিসঃ সারাদেশের ন্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্মকর্তা – কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরতি চলছে ।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সংযুক্ত কর্মকর্তা – কর্মচারী কল্যাণ পরিষদ শ্যামনগর এর ব্যানারে সোমবার সকাল থেকে এ কর্মবিরতি চলছে । কর্মকর্তা কর্মচারীগণের দাবী সমূহ হলো, দুর্যোগ ব্যবস্থাপনা আইন -২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন । জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা ( ডিআরআরও ) পদে আপগ্রেডেশন । উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও ) পদে আপগ্রেডেশন । সচিবালয়ের ন্যায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পদে নাম পরিবর্তন । দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি / চলতি দায়িত্ব / নিয়োগের মাধ্যমে পূরণ ইত্যাদি । দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের বিভিন্ন কর্মসূচি পালন অব্যাহত থাকবে বলে জানান ওই অফিসের কর্মকর্তা কর্মচারীরা ।

আরও খবর: সারাদেশ