জাতীয়

বাসচাপায় তিন পোশাক কর্মীসহ নিহত ৬

  প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৩ , ৭:৪১:১৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় পোশাক কর্মীসহ ৬ জন নিহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার চেলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে চেলেরঘাট এলাকায় বিকল হয়ে যায় শেরপুর থেকে ঢাকাগামী একটি বাস। ওই বাসে পোশাক কারখানার বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। বিকল হওয়া বাসটি মেরামত করতে সময় লাগবে ভেবে ওই শ্রমিকদের অনেকে অন্য বাসে ওঠার জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এ সময় একটি বাস থামলে শ্রমিকরা তাতে উঠতে যান। পেছন থেকে অপর একটি বাস এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হন ১১ জন। পরে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। সবশেষ দুপুর দেড়টা পর্যন্ত হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৬ জনে দাঁড়িয়েছে।

নিহতরা হলেন, চুরখাই জামতলীর সাইফুল ইসলামের ছেলে কামরুজ্জামান লিটন (২৮), ত্রিশাল দক্ষিণ তেঁতুলিয়া পাড়ার আতিকুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার (৩০), নওপাড়া তালুকদার বাড়ির আব্দুল মোতালেবের ছেলে সিরাজুল ইসলাম (২৮), আলতাফ হোসেন (৬৫)। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

ত্রিশাল থানার এসএই মন্জুরুল ও এসএই কাকন জানান, সড়ক দুঘর্টনায় ঘটনাস্থলে ৩ জন নিহত হন। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। এদের মধ্যে সাতজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।

আরও খবর: জাতীয়