ওপার বাংলা

বাংলাদেশের অগ্নিকাণ্ডের ঘটনায় নরেন্দ্র মোদির শোক প্রকাশ

  প্রতিনিধি ৭ জুন ২০২২ , ৪:৫৭:১৫ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার (৭ জুন) ভারতের প্রধানমন্ত্রীর অফিসের প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বোধন করা মোদি স্বাক্ষরিত একটি চিঠিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী মোদি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য শেখ হাসিনা সরকারের প্রচেষ্টাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আশা ব্যক্ত করেছেন।

বিজ্ঞপ্তির শেষ দিকে, ভারতের প্রধানমন্ত্রী আবারও তার সরকার এবং ভারতের জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।

প্রসঙ্গত, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। ডিপোটিতে প্রায় পঞ্চাশ হাজার কন্টেইনার ছিল। এ ঘটনায় অন্তত ৪৩ জন মারা গেছেন। তিনদিন পার হলেও নিয়ন্ত্রণে আসেনি আগুন।

আরও খবর: ওপার বাংলা