শিক্ষা

বর্ষায় গ্রাম

  মনোরঞ্জন মল্লিক ১০ জুলাই ২০২৩ , ৬:২৯:৪৫ প্রিন্ট সংস্করণ

 

বৃষ্টি এলো সোনার বাংলায়
ঝর ঝরিয়ে যায়,
টাপুর টুপুর নৃত্যের ছন্দে
বৃষ্টি এলো গাঁয়।

বৃষ্টির ফাঁকে নরম রোদে
মৌসুম বাতাস বয়,
বৃষ্টির পরশ লাগলে গায়ে
মন উতলা হয়।

কৃষক ছুটে মাঠের পানে
হৃদে বাজে গান,
এবার তারা সোনার দেশে
পাবে সোনার ধান।

মায়ে ঝিয়ে নকশি কাঁথায়
দিয়েছে যে মন,
বর্ষায় ভিজে নতুন রূপে
সেজেছে কাশবন।

বিলে খালে টেংরা পুঁটি
আরো ষোল ও কই,
নতুন জলে মেতে ওঠে
জল করছে দই।

মাঝে মাঝে দেয়ার ডাকে
কেঁপে উঠে সব,
আলোর ঝিলিক চোখে লাগে
বন্ধ হয় যে রব।

পুব আকাশে রংধনু যে
রাঙিয়ে যায় মন,
সোনার বাংলায় রূপের শোভা
পাল্টায় ক্ষণে ক্ষণ।

আরও খবর: শিক্ষা