শিক্ষা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্র থেকে আটক ৭

  প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৩ , ৫:০২:৪৪ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষা দেওয়ার সময় সাত চাকরি প্রার্থীকে আটক এবং তিনজনকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) জেলার তিনটি পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র ও ডিভাইসসহ তাদের আটক করা হয়। ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. ফিরোজ কবির বলেন, সকালে পরীক্ষা চলাকালে আটক পরীক্ষার্থীরা অভিনব কায়দায় আধুনিক ডিভাইসের মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে সরবরাহ করে। এরপর বাইরে থেকে উত্তর সরবরাহের মাধ্যমে তারা পরীক্ষা দেয়। অসদুপায় অবলম্বন করায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

জেলা প্রাথমিক অধিদপ্তরের সহকারী শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান জানান, নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া ঠাকুরগাঁও সরকারি কলেজ, কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ তিনটি কেন্দ্র থেকে তাদের হাতেনাতে ধরা হয় । ঠাকুরগাঁওয়ে ১৯ হাজার ২৭২ জন পরীক্ষার্থী ছিলেন। তবে এর মধ্যে ১৪ হাজার ৯৬২ জন অংশ নেন। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১০ জনকে বহিষ্কার করা হয়েছে।

আরও খবর: শিক্ষা