সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক সংগঠন “উঠান”কে জেলা শিল্পকলা একাডেমীতে সন্মাননা প্রদান

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:৩৫:৩২ প্রিন্ট সংস্করণ

 

 

 

 

মোহাঃ হাসান আলী, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে “উঠান” সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে জেলা শিল্পকলা একাডেমীতে সন্মাননা প্রদান ২০২৩
বাংলাদেশের সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদানের ধারাবাহিকতায় নীতিমালা অনুযায়ী একাদ্বশ বারের মত এবারও চাঁপাইনবাবগঞ্জের জেলা শিল্পকলা একাডেমিতে সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন ”উঠান”কে আজ শনিবার সন্ধ্যা ০৬.০০ টার সময় অসামান্য অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমিতে ২০ হাজার টাকার চেক ও সম্মাননা ২০২৩’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম এর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ কে এম গালিভ খাঁন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও সভাপতি জেলা শিল্পকলা একাডেমি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: ছাইদুল হাসান, পিপিএম পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন চেয়ারম্যান, জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ। প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু অধ্যক্ষ, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো: আব্দুস সামাদ। এছাড়াও উপস্থিত ছিলেন, উঠান সংগঠনের সভাপতি গোলাম আরিফ।উঠান সংগঠনের পরিচালক মো আব্দুস সামাদ বাবু।উঠান সংগঠনের উপদেষ্টা  মাসুদ আহমেদ মিয়া। মোঃ মোমিন বিশ্বাস ।মোঃ মাহবুব-উল- ইসলাম শামীমসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যাক্তিবর্গ ।

আরও খবর: সারাদেশ