সারাদেশ

কৈখালী সীমান্তে চোরাচালানের কাজ করছে যারা!

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৩ , ১:৩০:২৬ প্রিন্ট সংস্করণ

 

শ্যামনগর অফিসঃ সাতক্ষীরার শ‌্যামনগর উপ‌জেলার কৈখালী সীমান্তে বেপরোয়া গতিতে চোরাচালান হচ্ছে বলে শোনা যাচ্ছে!

এলাকা বাসি সূত্রে জানা গেছে,
কৈখালী সীমা‌ন্ত দি‌য়ে মাত্র ক‌য়েক জন ব‌্যক্তি মাদকদ্রব্য পাচারের সাথে জড়িত।

গণপ্রজাতন্ত্রী বাংলা‌দে‌শ সরকার কৈখালী সীমান্ত টহল বৃদ্ধি ও চোরাই‌সে‌ন্ডি‌গেট বন্ধের জন‌্য বেশ ক‌য়ে‌টি বি‌জি‌বি ক‌্যাম্প তৈরী ক‌রে‌ছে।‌ সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে এত গু‌লো বি‌জি‌বি ক‌্যাম্প থাক‌তে কিভাবে মাদকদ্রব্য পাচার হয়। এদের সহ‌যো‌গিতা ও ছত্রছায়ায় কারা রয়েছে সেই প্রশ্নের উত্তর থাকলেও ফাঁস করছে না সাধারণ মানুষ।

প্রতি‌নিয়ত সীমান্ত দি‌য়ে মাদক , গরুসহ মানব পাচার হ‌চ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে এই তথ্য জানা যায়।

তথ‌্য অনুসন্ধা‌নে ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মাত্র ৬/৭ জন ব‌্যক্তির শিকড় চির‌দি‌নের জন‌্য উপ‌ড়ে ফেল‌লে কৈখালী সীমা‌ন্তে চির‌দি‌নের জন‌্য বন্ধ হ‌বে গরু মহিষ, মানব ও মাদক পাচার। কারা সেই কয়েকজন কারও অজানা নয়। তবে অদৃশ্য কারণে তাদের নাম বলতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। তবে জানা গেছে এ সমস্ত চোরা কারবারী‌দের বিরু‌দ্ধে একা‌ধিক মামলাও রয়েছে । গ্রেফতার হ‌লে এরা ম‌নে ক‌রে শ্বশুর বাড়ী যা‌চ্ছি, মাত্র কয়‌দিন জেল খে‌টে আবারও জামিনে বাহির হয়ে জামাই বাবুর মত বাড়ী‌তে আ‌সে। এ‌দের ক্ষমতার উৎস নিয়েও প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মধ্যে।

তদন্ত পূর্বক যদি প্রশাসন এ‌দের বিরুদ্ধে ক‌ঠিন শা‌স্তির আওতায় নিয়ে আসে তাহলে ধ্বংস হ‌ওয়ার হাত থেকে রক্ষা পাবে দেশ ও যুব সমাজ।

কৈখালী বিজিবি ক্যাম্প কমান্ডার গণমাধ্যমকে বলেন,
আমরা এ বিষয়ে খুবই তৎপরতায় আছি , এবং নিয়মিত টলের মাধ্যমে অভিযান পরিচালনা করে যাচ্ছি।

আরও খবর: সারাদেশ