শিক্ষা

কৃষকের দান, কবিতা, লেখক -মনোরঞ্জন মল্লিক

  মনোরঞ্জন মল্লিক ২৪ জুলাই ২০২৩ , ৮:৩১:২৮ প্রিন্ট সংস্করণ

 

গগন জুড়ে মেঘের ভেলা
ভেসে ভেসে যায়,
থেমে থেমে বৃষ্টি ঝরায়
মাঠে-ঘাটে গাঁয়।

কৃষক ভাই তাই ফসল বুনে
মনে মজা পায়,
বৃষ্টির ধারায় চোখ জুড়াতে
আকাশ পানে চায়।

বুনবে ফসল মাঠে-ঘাটে
ফলবে সোনার ধান,
সোনা ভরা মাঠ দেখে তাই
গাইবে তারা গান।

তাদের মুখে হাসি ফোটাও
ও মহাজন ভাই,
পাওনা তাদের মিটিয়ে দাও
সময় থাকতে তাই।

হাসি মুখে কর্ম করলে
সোনায় ভরবে দেশ,
ঘরে ঘরে নাহি রবে
অন্নাভাবের ক্লেশ।

আরও খবর: শিক্ষা