সারাদেশ

অস্ত্রসহ চরমপন্থি ‘নেপাল বাহিনীর’ সদস্য গ্রেপ্তার

  রাজবাড়ী প্রতিনিধিঃ ১১ মে ২০২৩ , ১১:৩৩:৩৪ প্রিন্ট সংস্করণ

 

রাজবাড়ীতে একটি ওয়ান শুটারগানসহ শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশ (৩০) নামের চরমপন্থি দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১০ মে) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোষবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল সাত্তার চৌধুরীর ছেলে।

 

বৃহস্পতিবার (১১ মে) জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, ব্রিটিশ চরমপন্থি নেপাল বাহিনীর একজন সক্রিয় সদস্য। নেপালের অবর্তমানে এই বাহিনীটি পরিচালনা করছেন নেপালের ভাতিজা ছালাম সরদার। তারা নদীপথে ডাকাতি, রাহাজানি করে জীবিকা নির্বাহ করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে খানগঞ্জ ইউনিয়নের খোষবাড়ী গ্রামে ব্রিটিশের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি ওয়ান শুটারগানসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর: সারাদেশ