জাতীয়

বিএনপির মিছিলে পুলিশের বাধার পর ব্যাপক সংঘর্ষ

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২২ , ১১:৪০:৫৪ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলায় বিএনপির মিছিলে পুলিশের বাধা দেওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল তিনটার পর এই সংঘর্ষ শুরু হয়।

বিকেল চারটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্তও সংঘর্ষ চলছিল। সংঘর্ষে উভয় পক্ষের অনেকেই আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আহতদের মধ্যে দুজন সংবাদকর্মীও আছেন।

বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার বিকেলে মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকায় বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কর্মসূচি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাধা দেয়। পরে বাধা অতিক্রম করে এগোতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দলের বেশকিছু নেতা আহত হয়েছে।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, মিছিলের মধ্যে বিশৃঙ্খলার পর তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করে। পুলিশও রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ছে।

স্থানীয়রা বলছেন, উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি ইটপাটকেলের আঘাতে দুজন সংবাদকর্মী আহত হয়েছেন। এই খবর লেখার সময়ও সংঘর্ষ চলছিল।

আরও খবর: জাতীয়