জাতীয়

ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫

  হবিগঞ্জ প্রতিনিধি ২ মে ২০২৪ , ২:৫৪:০০ প্রিন্ট সংস্করণ

 

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন।

বুধবার (১ মে) রাত ২টার দিকে উপজেলার হরিতলা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালীর গলাচিপার বোয়ালীয়া গ্রামের মো. জামাল মিয়া, তার স্ত্রী কামরুন নাহার, ছেলে অন্তর, জামালের ছোট ভাই মো. এনামুল। অন্যজন হলেন প্রাইভেটকারচালক বরিশালের বাকেরগঞ্জের বড়পাশা গ্রামের বাসিন্দা হারুন ব্যাপারী।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত পাঁচ যাত্রীদের মধ্যে চারজন একই পরিবারের। তারা বরিশালের বাসিন্দা হলেও সাভারের হেমায়েতপুরে থাকেন। তারা সিলেটের হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে ঢাকা ফেরার সময় মাধবপুরে দুর্ঘটনার কবলে পড়েন। মাধবপুর ও শায়েস্তাগঞ্জের ফায়ার সার্ভিস উদ্ধার কাজ অংশ নেয়।

ওসি বদরুল আলম বলেন, রাত ২টার দিকে সিলেট থেকে মাজার জিয়ারত শেষে স্বামী-স্ত্রীসহ ৫ জন ঢাকার সাভারে ফেরার পথে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

তিনি বলেন, প্রাইভেটকার থেকে এক নারীসহ পাঁচজনের মরদেহ উদ্বার করা হয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, সিলেট মাজার জিয়ারত শেষে ঢাকা ফেরার সময় এক ব্যক্তি ও অন্যদের নিয়ে প্রাইভেটকারটি রাতে সিলেট থেকে ছেড়ে আসে। রাত ২টায় দিকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।

 

আরও খবর: জাতীয়