জাতীয়

৬ বিভাগে আ.লীগের প্রার্থী চূড়ান্ত, ‘উইনেবল’ প্রার্থীরাই পাচ্ছেন মনোনয়ন

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৩ , ৩:২৫:৪২ প্রিন্ট সংস্করণ

নীলাকাশ টুডে

ছয় বিভাগের সংসদীয় আসনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার সংসদীয় মনোনয়ন বোর্ডের প্রথম দিনের সভায় রংপুর বিভাগের ৩৩ এবং রাজশাহী বিভাগের ৩৯টি আসনে প্রার্থী চূড়ান্ত করে দলটি। শুক্রবার দ্বিতীয় দিন আরও চারটি বিভাগের প্রার্থী চূড়ান্ত করা হয়। এর মধ্যে খুলনা, বরিশাল, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের সংসদীয় আসন রয়েছে। আজ তৃতীয় দিনের সভায় সিলেট এবং চট্টগ্রাম বিভাগের সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করবে দলটি। তিনশ আসনের প্রার্থী চূড়ান্তের পর আজ বিকালে বা আগামীকাল আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আগামীকাল দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি ও দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সকাল ১০টায় গণভবনে এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। শুক্রবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

এদিকে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের দ্বিতীয় দিনের সভা শেষে শুক্রবার বিকালে দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, প্রার্থী বাছাইয়ে নতুন মুখ যেমন এসেছে, তেমন আগের কেউ কেউ বাদ পড়েছেন। ওবায়দুল কাদের আরও বলেন, উইনেবল প্রার্থী আমরা বাদ দিইনি। নির্বাচনে জিতবে-যারা ইলেক্টেবল, তাদের মনোনয়ন দেওয়া হয়েছে। যারা উইনেবল-ইলেক্টেবল নন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন; তারা বাদ পড়েছেন। নারী-পুরুষ সব প্রার্থীর ক্ষেত্রেই এটা প্রযোজ্য হয়েছে।

এদিকে শুক্রবার দ্বিতীয় দিনের মনোনয়ন বোর্ডের সভায় প্রথমে খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থী চূড়ান্ত করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, এই দুই বিভাগের ৫৭ সংসদীয় আসনের মধ্যে বেশিরভাগ আসনের বর্তমান এমপিরাই আবারও দলীয় মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-মেহেরপুর-১ আসনে ফরহাদ হোসেন, কুষ্টিয়া-৩ আসনে মাহবুবউল আলম হানিফ, নড়াইল-২ আসনে মাশরাফি বিন মুর্তজা, বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনে শেখ তন্ময়, যশোর-৩ আসনে কাজী নাবিল আহমেদ, যশোর-৬ আসনে শাহিন চাকলাদার, খুলনা-২ আসনে শেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৫ আসনে নারায়ণ চন্দ্র চন্দ, ভোলা-১ আসনে তোফায়েল আহমেদ, ভোলা-৩ আসনে নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আসনে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বরিশাল-১ আসনে আবুল হাসনাত আবদুল্লাহ, ঝালকাঠি-২ আসনে আমির হোসেন আমু, পিরোজপুর-১ আসনে শ ম রেজাউল করিম, সাতক্ষীরা-৪ আসনে এসএম জগলুল হায়দার, পটুয়াখালী-১ আসনে আফজাল হোসেন।

আরও খবর: জাতীয়