সারাদেশ

হত্যা মামলার প্রধান আসামিকে কুপিয়ে হত্যা

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৪ , ৪:৫০:২৮ প্রিন্ট সংস্করণ

 

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদরে পূর্বশত্রুতার জেরে সোহাগ শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ শেখ কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামের সিদ্দিক শেখের ছেলে।

পিরোজপুর সদর থানার ওসি মোহাম্মদ আসিকুজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর শহিদুল নামে একজন খুন হন। সে মামলার প্রধান আসামি ছিলেন সোহাগ শেখকে। এ নিয়ে সোহাগ ও শহিদুলের পরিবারের বিরোধ ছিল। সেই বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

নিহতের ভাতিজা শামসুর রহমান বলেন, রাতে বাড়ির কাছে মসজিদের পাশের বাগানে স্থানীয় শামসু ও এমামসহ কয়েকজন আমার চাচা সোহাগকে কোপাতে দেখি। এ সময়ে চিৎকার দিলে চাচাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায় তারা।

স্থানীয় ইউপি সদস্য মিজান হাওলাদার বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই সোহাগ মারা যায়। ঘটনার সময় সোহাগের ভাইয়ের ছেলে শামসুর রহমান কাছাকাছি ছিল। কারা কুপিয়েছে তা সে দেখেছে। এলাকায় আধিপত্য নিয়ে সোহাগদের সঙ্গে কিছু লোকজনের শত্রুতা ছিল। গত ইউপি নির্বাচনের পরে শহিদুল নামে একজন খুনও হয়েছেন। সে মামলায় সোহাগকে এক নাম্বার আসামি করেছিলেন তারা।

ওসি মোহাম্মদ আসিকুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গ পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আমরা হত্যাকাণ্ডের কারণ বের করতে অনুসন্ধান শুরু করেছি।

 

আরও খবর: সারাদেশ