সারাদেশ

সাতক্ষীরায় উদ্ধার হওয়া সেই মর্টারসেলটি ধ্বংস করলো র‍্যাবের বোমা স্কোয়ার্ড টিম

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২২ , ১:২৯:২৪ প্রিন্ট সংস্করণ

 

মোঃ রাসেল হোসেন, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় কলারোয়া উপজেলার কেড়াগাছী ইউনিয়নের কাকডাঙ্গা ক্যাম্পের সামনের হেড়ির বিল নামক স্থানে ঘের কাটার সময় পাওয়া মর্টার সেলটি ব্ল্যাস্ট করে ধ্বংস করেছে র‍্যাবের স্কোয়ার্ড টিম। সাতক্ষীরা র‍্যাব -৬ এর সদস্যদের সাথে কথা বলে জানাযায় গতকাল বুধবার বিকালে কাকডাঙ্গা ক্যাম্পের বিজিবি সদস্যরা জানতে পারেন ঘেরের মাটি কাটার সময় স্থানীয়রা একটা মর্টার সেলের সন্ধান পান, পরে বিজিবি সদস্যরা মর্টারসেলটি উদ্ধার করে প্রশাসনিক উর্ধতন কর্মকর্তাদের অবিহিত করেন।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২.৩০ টার দিকে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে মর্টার সেলটির বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, দ্বায়িত্বরত সার্কেল এস,পি, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, র‍্যাব – ৬ এর দ্বায়িত্বরত কর্মকর্তাবৃন্দ, কাকডাঙ্গা ক্যাম্পের দ্বায়িত্বরত কোম্পানি কমান্ডার ওসমানীসহ বিজিবি সদস্যরা, স্থানীয় চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল, ইউপি সদস্য ইয়ার আলী সাহেব, ইউপি সদস্য মুনসুর আলী হাজরাসহ স্থানীয় জনসাধারণ।

আরও খবর: সারাদেশ