সারাদেশ

সাংবাদিককে গণধোলাই দেওয়ার অর্ডার আছে গাবুরার ইউপি সদস্যা রানীর কাছে!

  শ্যামনগর প্রতিনিধিঃ ২৬ এপ্রিল ২০২৩ , ১:০৩:২৭ প্রিন্ট সংস্করণ

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় সংবাদ সংগ্রহকালে একজন ইউপি সদস্যা ও তার স্বামী কর্তৃক সংবাদকর্মীকে হুমকির অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার জেলিয়াখালি গ্রামের রেবতী রানীর বাড়ি হইতে গৌরঙ্গের বাড়ি পর্যন্ত ইটসোলিং রাস্তা তৈরিতে নিম্নমানের ইট বালু ব্যবহার করার অভিযোগ পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে গাবুরা ইউনিয়ন পরিষদের ১, ২, ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যা সাবিনা ইয়াসমিন (রানী) ও তার স্বামী আনোয়ার হোসেন উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল হুদা মালীকে ফোনে হুমকি দেন।

রাস্তা তৈরিতে নিম্নমানের ইট বালু ব্যবহারের বিষয়ে জানতে ইউপি সদস্যা রানীকে ওই সংবাদ কর্মী তাকে ফোন দেন।

এই সময়ে ইউপি সদস্যার স্বামী আনোয়ার হোসেন হুদা মালীকে বলেন, তোর সব জায়গায় মাতব্বরি করতে বলেছে কে? তুই কাজের সাইডে আছিস নাকি? তুই ওখানে দাড়া আমি এসে তোর সাংবাদিকতা ছুটাচ্ছি।

পরবর্তীতে আবারও ইউপি সদস্যা রানী তার ফোন দিয়ে হুদা মালীকে বলেন, তোমাকে যেখানে পাবো সেখানেই গণধোলাই দেওয়ার অর্ডার আছে আমাদের কাছে। তোমার কত বড় সাহস তুমি জেলা পরিষদের এনডিপির কাজ দেখতে আসো। তুমি চলে গেছো কেনো? ওখানে থাকলে তোমার আজকে মজা দেখাতাম।

হুদা মালী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমার কাছে খবর আসে গাবুরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে জেলা পরিষদের বরাদ্দে একটা ইটসোলিং রাস্তা তৈরি হচ্ছে। কিন্তু সেখানে নিম্নমানের ইট বালু ব্যবহার করা হচ্ছে, আমি সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়ায় দ্বায়িত্বরত ইউপি সদস্যা রানীকে ফোন দিয়ে জানতে চাইলে তিনি প্রথমে বালু কম দেওয়ার বিষয় স্বীকার করেন। কিন্তু পরবর্তীতে ইউপি সদস্যা রানীর স্বামী ফোন দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আনোয়ার হোসেনের হিংস্র ও ক্ষীপ্ত মেজাজ দেখে প্রাণের ভয়ে আমি ঘটনাস্থল ত্যাগ করি। কিন্তু ঘটনাস্থল ত্যাগ করার কিছুক্ষণ পর ইউপি সদস্যা রানী তার ব্যক্তিগত মোবাইল নাম্বার থেকে কল দিয়ে বলেন, তুমি চলে গেছো কেনো? তোমাকে যেখানে পাবো সেখানেই গণধোলাই দেওয়ার অর্ডার আছে আমাদের কাছে। তুমি চলে না গেলে তোমার খবর ছিলো আজকে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইউপি সদস্যা সাবিনা ইয়াসমিন রানী ও তার স্বামী আনোয়ার হোসেনের বিরুদ্ধে শ্যামনগর থানায় জিডি করেছেন ওই সংবাদ কর্মী।

আরও খবর: সারাদেশ