সারাদেশ

শ্যামনগর সুন্দরবনে ৬ দফা দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ১৪ জুন ২০২২ , ১:১৬:৫৪ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ ”বাড়িতে চাল নি, খেতে পাচ্ছিনে” ছেলেপিলে কডার লেখাপড়ার খরচ চালাত পাচ্ছিনে। ভাটার সিজন শেষ, এদিক আবার বাদার পাশ বন্ধ। আমরা এখন কেম্বায় আয় নোজগার করবো, কি খাবো। আঙ্গা পেটে আর লাথি মারবেন না। জঙ্গলের পাশটা খুলি দিলি আমরা জম্মের বাঁচা বেঁচি যাতাম।” প্রচণ্ড আবেগ আর ক্ষোভ মাখা কণ্ঠে ছলছলে চোখ নিয়ে কথাগুলো বলছিলেন সাতক্ষীরার শ্যামনগরের কলবাড়ী গ্রামের সুন্দরবন নির্ভর জেলে গোপাল মন্ডল।

গত ১ জুন থেকে বনবিভাগ ইলিশ প্রজনন মৌসুমকে উপলক্ষ করে সুন্দরবনে প্রবেশে (তিন) মাসের নিষেধাজ্ঞা জারি করেছে। এতে জেলে বাওয়ালীরা সুন্দরবনের নদ-নদীতে মাছ ধরতে না পারার কারণে উপকূলীয় হাজারো জেলে পরিবারে নেমে এসেছে স্থবিরতা।

উপার্জনের একমাত্র সম্বল হিসেবে যে সুন্দরবন ছিল, সেটিতে যাওয়া তো দূরের কথা, নদীর পানি পর্যন্ত ছুঁতে পারে না তারা।

এমনই পরিস্থিতে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে মঙ্গলবার (১৪ জনু) বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুরস্থ বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে উপকূল সুন্দরবনের জেলে-বাওয়ালীরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি।

আরও খবর: সারাদেশ