সারাদেশ

শ্যামনগরে ৪৫ দিন জামাতে নামাজ আদায় করে ১৪ কিশোর পেলো নতুন সাইকেল

  স্টাফ রিপোর্টারঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৩ , ১:৪১:১৩ প্রিন্ট সংস্করণ

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খ্যাগড়াদানা কেন্দ্রীয় জামে মসজিদ কতৃক ১২ থেকে ১৮ বছরের ১৪ কিশোর কে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করার স্বকৃীত বাই-সাইকেলে উপহার দিয়েছেন।

মহান আল্লাহর হুকুম মুসলমানদের চাবিকাঠি ৫ ওয়াক্ত নামাজ আদায়ের প্রতি শিশু কিশোর কে উদ্বুদ্ধ করার জন্য শ্যামনগর উপজেলার খ্যাগড়াদানা কেন্দ্রীয় জামে মসজিদ কতৃক ঘোষণা দেওয়া হয় ১২ থেকে ১৮ বছরের শিশু কিশোর ৪৫ দিন জামায়াতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিলে পুরুষ্কার দেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মহান ব্যক্তির অর্থায়নে ঘোষণা অনুযায়ী অত্র এলাকার ৩০ জন শিশু কিশোরকে নিয়ে জানুয়ারির প্রথম দিন থেকে অত্র মসজিদের সম্মানিত খতিব হযরত মাওঃ ইয়াছিন আলীর তত্বাবধানে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করে ১৪ ই ফেব্রুয়ারী ৪৫ দিন পূর্ণ করেন ১৪ জন শিশু কিশোর। এরই ধারাবাহিকতায় ২৪ শে

ফেব্রুয়ারী শুক্রবার পবিত্র জুম্মা শেষে অত্র মসজিদের আঙ্গিনায় এ শিশু কিশোর কে উপহার বাই-সাইকেল প্রদানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার সুযোগ্য ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান।মসজিদ সেক্রেটারি, ইউপি সদস্য আজিবর রহমান, শ্যামনগর ব্লাড ব্যাংকের পরিচালক সাইফুদ্দিন সিদ্দিক, হক ব্রিকসের ম্যানেজার সমাজ সেবক মোঃ মতিউর রহমান, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রতিনিধি গাজী খালিদ সাইফুল্লাহ। ১৪ কিশোর হলেন মোঃ হুসাইন ইমরান, মোঃ মিয়ারাজ হোসেন, আলি হোসেন, মোঃ আজমল ঈমন, মোঃ তামিম হোসেন, মোঃ তাজিম বাবু, মোঃ আহছান হাবিব, মোঃ সাব্বির হোসেন, মোঃ জনি, মোঃ ফারহাদ হোসেন, মোঃ ছিয়াম বাবু, মোঃ বিল্লাল হোসেন, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ রাশেদ ইসলাম। এসময় অবিভাবক মুসুল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর: সারাদেশ