সারাদেশ

শ্যামনগরে মোটর ভ্যানের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২২ , ৯:৩৫:৪৭ প্রিন্ট সংস্করণ

L

ডেস্ক রিপোর্টঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সদরে মোটারভ্যান চালকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, মোটর ভ্যান চালক যারা তারা আগে পিছে না দেখে ক্রসিং করে থাকে। এর নিয়মিত দূর্ঘটনার শিকার হচ্ছে মোটরবাইক সহ বিভিন্ন যানবাহন। এর প্রতিকারের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ মানুষ। এই বিষয়ে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলাকাঠি গ্রামের মুনসুর আলির ছেলে সাইফুল ইসলাম অভিযোগ করেন তিনি আজ রোববার দশটার দিকে বাড়ি থেকে আসার পথে সোনারমোড় নামক স্থানে পৌছালে হঠাৎ করে পিছন দিকে না তাকিয়ে একটি মোটর ভ্যানের ড্রাইভার ভ্যানটি ঘুরি দেন, এসময় মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা জানিয়েছেন, মোটর ভ্যান ড্রাইভারদের অসচেতন হওয়া নিয়মিত দূর্ঘটনা ঘটেই চলেছে। বিষয়টি ভ্র্যাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কতৃক যদি শাস্তি দেওয়া হতো তাহলে কিছুটা দূর্ঘটনা কম হতো বলে মনে করেন সচেতন মহল। এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ মানুষ

আরও খবর: সারাদেশ