সারাদেশ

শ্যামনগরে মধুর পাশ দেওয়ার আগেই মধুর চাক উধাও!

  শ্যামনগর অফিসঃ ১ এপ্রিল ২০২৩ , ১১:৫৬:০০ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী স্থানীয় একটি বিদ্যালয়ে আজ ১ই এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০টায় মধুর পাশ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনীও অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও বন বিভাগের দেখে রাখা মধুর চাক দুর্বৃত্তরা কেটে নিয়ে যাওয়ায় সরেজমিনে মধু কেটতে না হওয়ায় বিভাগীয় বন কর্মকর্তা কৌশলে স্থানত্যাগ করেছেন।

এ নিয়ে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা রেঞ্জ ও সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনার আয়োজনে, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসের মোহসিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা

ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, মধু গবেষক মইনুল আনোয়ার, বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ মাসুদুল আলম প্রমূখ। আলোচনা শেষে ১শত ৫৩ টি নৌকায় মধু আহরণের পারমিট প্রদান করেন অতিথি বৃন্দ। এর পর দোয়া পরিচালানা করেন হাফেজ রেজাউল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ফরেষ্টার মনিরুল

ইসলাম। অনুষ্টান শেষে প্রতিবারের ন্যায় কলাগাছি বন টহল ফাড়ির সংলগ্ন এলাকায় সরেজমিনে গিয়ে মধুর চাক কেটে বিভাগীয় বন কর্মকর্তা খুলনায় চলে যান। এবার মধুর চাকটি দুর্বৃত্তরা কেটে নেওয়ায় তিনি কৌশলে স্থান ত্যাগ করেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এত বছরের সুনাম সাতক্ষীরা রেঞ্জের দায়িত্বশীল কর্মকর্তারা বিলীন করে দিল। মুলত কারণ মধুর পাশ দেওয়ার পূর্বে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা দালাল সিন্ডিকেটের মাধ্যমে চোরদের দ্বারা সুন্দরবনের মধু কেটে সাবাড় করেছে।

আরও খবর: সারাদেশ