রাজনীতি

শুক্রবারও মহাসমাবেশের অনুমতি পাচ্ছে না বিএনপি

  ঢাকা অফিস ২৭ জুলাই ২০২৩ , ৯:৫৭:৩৭ প্রিন্ট সংস্করণ

 

বিএনপিকে রাজধানীর নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবারও (২৭ জুলাই) মহাসমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, শুক্রবার ঢাকায় দুইটি ভিভিআইপি মুভমেন্ট রয়েছে। এছাড়া আশুরার নিরাপত্তায় পুলিশের ব্যস্ততা রয়েছে। সেই সঙ্গে শুক্রবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন ধার্য রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির একজন কর্মকর্তা বলেছেন, এখনও তারা সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করছে।

ওই কর্মকর্তা বলেন, পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক আজ বিকেল চারটায় প্রেস ব্রিফিং করবেন। সেখানে অনুমতি পাওয়া-না পাওয়ার বিষয়টি খোলাসা করবেন।

আরও পড়ুন,, ২৩ শর্তে আ.লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি

অপর আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনুমতি ছাড়া কর্মসূচির নামে কেউ যদি রাস্তায় নামেন, নগরবাসীর নিরাপত্তা বিঘ্ন ঘটনোর চেষ্টা করেন, তাহলে তা বন্ধ করতে পুলিশ প্রস্তুত রয়েছে। প্রয়োজনে পুলিশকে সহায়তার জন্য বিজিবি মোতায়নও হতে পারে বলে আভাস দেন ওই কর্মকর্তা।

আরও খবর: রাজনীতি