সারাদেশ

র‌্যাবের অভিযানে দেশী ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার

  প্রতিনিধি ১১ মার্চ ২০২৪ , ৯:১৯:০৯ প্রিন্ট সংস্করণ

নীলাকাশ টুডে

আজ সোমবার ১১ মার্চ র‌্যাব-৬ (ভাটিয়াপাড়া ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন কাশিয়ানি বাসস্ট্যান্ড এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে ডিউটি করাকালীন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ফরিদপুর জেলার আলফাডাঙ্গার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্য মৃত সৈয়দ কাশেম আলীর ছেলে সৈয়দ শরিফুল ইসলাম (৪৫), বিভিন্ন কর্মকান্ড করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক বিদ্যাধর গ্রামে পৌঁছামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শরিফুল ইসলাম পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী সৈয়দ শরিফুল ইসলাম (৪৫) কে আটক করেন এবং তার বসত ঘরের পূর্ব পার্শ্বে টিনসেড রান্না ঘরে থেকে ০১ টি দেশী ওয়ান শুটারগান ,০১ টি চাপাতি এবং ০৬টি ধাতব তৈরি ঢাল উদ্ধার করে জব্দ করেন। আটক আসামীকে জিজ্ঞাসাবাদে তিনি গ্রামে অস্থিতিশীল পরিস্তিতি তৈরি করার উদ্দেশ্যে উক্ত দেশীয় অস্ত্র সমূহ নিজ হেফাজতে রাখার কথা র‌্যাবের কাছে স্বীকার করে । র‌্যাব সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা

আরও খবর: সারাদেশ