সারাদেশ

রাস্তার পাশে কাঁদছিল কাপড়ে মোড়ানো নবজাতক

  নীলাকাশ টুডেঃ ১৩ অক্টোবর ২০২২ , ৯:৪৪:১৮ প্রিন্ট সংস্করণ

 

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় রাস্তার পাশ থেকে দুই দিন বয়সী এক ছেলে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে কাশিমপুর থানাধীন মাধবপুর ওয়াবদা সড়কের আলম সরকারের বাড়ির পশ্চিমে রাস্তার পাশ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ভোরে মাধবপুর ওয়াবদা সড়কের আলম সরকারের বাড়ির পশ্চিমে রাস্তার পাশে শিশুর কান্নার আওয়াজ পাওয়া যায়। কাছে গিয়ে কাপড়ে ঢাকা ২-৩ দিন বয়সী নবজাতকে দেখতে পেয়ে কাশিমপুর থানায় খবর দেওয়া হয়।

কাশিমপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে নবজাতককে হেফাজতে নেওয়া হয়। পরে ওই ছেলে নবজাতককে চিকিৎসার জন্য উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

কাশিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল করিম জানান, শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রথমে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জেলা সমাজসেবা কর্মকর্তার সমন্বয়ে নবজাতককে আদালতে উপস্থাপন করা হয়েছে। আদালত নবজাতককে লালন-পালনের জন্য পরবর্তী সিদ্ধান্ত দেবেন।

আরও খবর: সারাদেশ