জাতীয়

যাত্রীবাহী বাস থামিয়ে ও দাড়ানো বাসে আগুন, গ্রেফতার দুই

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২৩ , ৪:৪৮:৫৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধি

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন বুধবার সকালে চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় বাসটিতে আগুন দিয়ে তারা পালিয়ে যায়।

সকাল আটটায় দিকে চট্টগ্রাম থেকে যাত্রীবাহী একটি বাস পটিয়ার দিকে যাচ্ছিল। কর্ণফুলীর ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে যাত্রীদের নামিয়ে দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত। আগুন লাগিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ‘চট্টমেট্রো জ ০৫-০২৭০’ নম্বরের বাসটির মালিক পটিয়া উপজেলার হাবিব শিকদার।

কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর সোয়াইব হোসেন চৌধুরী সমকালকে জানান, বুধবার সকাল আটটায় যাত্রীবাহী বাসটিতে আগুন দেওয়ার খবর আসে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্বৃত্তের আগুনে বাস পোড়ানোর কথা নিশ্চিত করলেও কে বা কারা এই ঘটনায় জড়িত সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. আরিফ হোসেন।

তিনি বলেন, সকালে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটির তদন্ত চলছে।

এদিকে ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকা-গাইবান্ধা রুটে চলাচলকারী রিমি পরিবহন নামের একটি দূরপাল্লার বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (১ নভেম্বর) ভোরে মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকার মধুমতি মডেল টাউনের সামনে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, বাসটি সেখানে পার্কিং করা ছিল। বাসে কোনো যাত্রী বা স্টাফ ছিল না। হঠাৎ বুধবার সকাল ৬টার দিকে ১০ থেকে ১২ জনের একদল লোক পেট্রল ছুড়ে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, সকালে বলিয়ারপুরে একটি বাসে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সাভার মডেল থানা পুলিশের ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় আব্দুল আলীম ও সোহেল নামে দুজনকে আটক করা হয়েছে। তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

আরও খবর: জাতীয়