ওপার বাংলা

ব্ল্যাক মেইল করছে প্রেমিকা, লাইভে এসে নদীতে ঝাঁপ

  নীলাকাশ টুডে ১৪ সেপ্টেম্বর ২০২৩ , ১১:০৬:৪৯ প্রিন্ট সংস্করণ

 

 

প্রেমিকা ব্ল্যাকমেইল করছে- ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করার পর নদীতে ঝাঁপ দিয়েছেন এক ব্যক্তি।পরে তার লাশ উদ্ধার করা হয়েছে।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে গত ১০ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, মনীশ নামের ওই ব্যক্তি তিন সন্তানের বাবা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) পুলিশ জানায়, লাইভে এসে মনীশ জানান- তার ১৯ বছর বয়সী কথিত বান্ধবীর নাম কাজল।ওই তরুণী ও তার পরিবারের সদস্যরা মনীশকে ব্ল্যাকমেইল করছেন। তার কাছে তারা ৫ লাখ রুপি দাবি করেছেন, না দিলে মনীশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করবেন বলে হুমকি দিচ্ছেন। মনীশের দাবি, ওই তরুণীর সঙ্গে শারীরিক কোনো সম্পর্ক তার হয়নি।

এনডিটিভি জানায়, ওই তরুণী গত ৬ সেপ্টেম্বর তার বাড়ি থেকে পালিয়ে যান। এরপরই তার পরিবার অভিযোগ করে, তাদের মেয়ে মনীশের সঙ্গেই পালিয়েছেন।

ব্ল্যাকমেইল করছে প্রেমিকা, লাইভে এসে নদীতে ঝাঁপ
বিয়ের আগেই যৌতুকের টাকা নিয়ে লাপাত্তা বর
ফেসবুক লাইভে মনীশ আরও বলেন, তার মৃত্যুর জন্য কাজল, তার পরিবার এবং একজন ফটোস্টুডিও কর্মী দায়ী। এরপরই নদীতে ঝাঁপ দেন।

মনীশের সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তরুণীকেও খোঁজা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

আরও খবর: ওপার বাংলা