জাতীয়

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অফিসের

  ঢাকা অফিস ৮ আগস্ট ২০২৩ , ৫:৪৯:৩১ প্রিন্ট সংস্করণ

 

 

সারা দেশে মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে কয়েক জেলায় দেখা দিয়েছে বন্যা। কক্সবাজারে পানিবন্দি অবস্থায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। তবে চলমান এ বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুম বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

 

এর প্রভাবে, সারা দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

সারা দেশের তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী দুইদিন বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও আবহাওয়ার বার্তায় বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মঙ্গলবার (৮ আগস্ট) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেতুঁলিয়ায় ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইল ও কুতুবদিয়ায় ২৪ ডিগ্রি সেলসিয়াস।

একই সময়ে সারা দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বগুড়াতে ২০৩ মিলিমিটার।

আরও খবর: জাতীয়